• Home |
  • জন্ম কথা

মানব কল্যাণ অনলাইন শপে আপনাকে স্বাগতম

মানব কল্যাণে সমবায় সেবা প্রদানের অঙ্গীকার নিয়ে ২০১১ সালের ০১ জুলাই বগুড়া শহরের নাটাই পাড়া এলাকায় মো: জাহাঙ্গীর আলম এর বাসভবনে “মানব কল্যাণ সঞ্চয় ও ঋণদান সমবায় সমিতি লিঃ” নামে সমবায় আইন ও বিধিমালা মোতাবেক বেশ কিছু সুনিদিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্য সামনে রেখে মাত্র ২০ (কুড়ি) জন সদস্য নিয়ে প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠার পর থেকে এদেশের বিশেষ করে বগুড়া জেলার জনগণকে “সকলের তরে সকলে আমরা প্রত্যেকে আমরা পরের তরে” সমবায়ের এই মুলমন্ত্র ও সমবায়ের ৭টি আদর্শে উদ্ভূদ্ধ হয়ে এ প্রতিষ্ঠান দেশের স্বল্প আয়ের সব শ্রেণীর ও পেশার মানুষের আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যকে সামনে রেখে কর্মসংস্থান সৃষ্টি ও দারিদ্র্র্য দুরীকরণের জন্য কাজ করে আসছে। মানব কল্যাণের জন্ম হয়েছে দরিদ্র ও হতদরিদ্র শ্রেণির মানুষের সমন্বয়ে। খুব ছোট্ট পরিসরে শুরু হলেও বগুড়া জেলার বৃহত্তম সমবায় প্রতিষ্ঠান গুলোর মধ্যে মানব কল্যাণ একটি উন্নয়নমূলক সংগঠন। শুরু থেকে আজ অবধি প্রতিষ্ঠানটি তার নিজস্ব সুবিধাভোগীসহ অন্যান্য জনসাধারণের কল্যাণে পর্যায়ক্রমে নানাবিধ সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে।

Our Video

মানব কল্যাণ অনলাইন শপ

এক হাজারেরও বেশি পণ্য সহ শীর্ষস্থানীয় ই-বাণিজ্য বাজারে

© 2024 Manob kallayan co-operation . All rights reserved | Design by Sarker IT